1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, আব্দুল্লাহ জিয়া, আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, ধর্ম সম্পাদক সৈয়দ নাছির, সদস্য শাহরিয়ার আহমদ চৌধুরী, নাজমুল ইসলাম, আনহার উদ্দিন, রিংকু পাল, পংকজ দাশ, জাহিদ সিরাজ, দেলওয়ার হোসেন, মো. মোতাল্লেব, দিপ্ত দেব, মোনায়েম আহমদ খান, মাওলানা আরশাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মোটরসাইকেল পার্টস ব্যবসা সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানমুখী খাত। এই খাতের সঙ্গে জড়িত হাজারো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সরাসরি নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে আমদানি জটিলতা, শুল্কহার বৃদ্ধি, ডলার সংকট, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ভেজাল ও নিম্নমানের মোটরসাইকেল পার্টস বাজারে ছড়িয়ে পড়ায় ক্রেতাদের আস্থা ক্ষুণ্ন হচ্ছে, যা সৎ ব্যবসায়ীদের জন্য বড় হুমকি। তাই ভেজাল পণ্য বর্জন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে বাজারে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে গ্রাহকসেবার মান উন্নয়ন, ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সদস্যদের সামনে তুলে ধরা হয়। এছাড়া আগামী বছরের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ব্যবসায়ীদের প্রশিক্ষণ আয়োজন, সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে একটি শক্তিশালী তহবিল গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে প্রতি বছরের ন্যায় এবারও ১৬ ডিসেম্বর সকল দোকান বন্ধ রাখার ঘোষনা করা হয়।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে পুষ্পস্তক অর্পণ করা হবে। এতে সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতি কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট