সিলেটে রাত সাড়ে ৯টার পর থেকে সবজি বাজার, মুদির দোকান ও মাছবাজার খোলা রাখার দাবি জানিয়েছেন শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
রবিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম, সাধারণ সম্পাদক মো. রূপন খান, সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক কামিল হোসেন, সাংগঠনিক তুরন মিয়া, সদস্য ফয়জুন নূর ফয়েজ, মাসুক মিয়া, সমিতির সকল সদস্যবৃন্দ ও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, পুলিশ কমিশনার ও সিলেটের জেলা প্রশাসনের নির্দেশনায় ফার্মেসি, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও মিষ্টির দোকান ছাড়া সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
তারা বলেন, রাত সাড়ে ৯টার পর জনগণের স্বার্থে সবজি বাজার, মুদির দোকান ও মাছবাজার খোলা রাখা অতিব জরুরি। তাই বিষয়টি জনস্বার্থে বিবেচনা করে সিলেটে রাত সাড়ে ৯টার পর থেকে সবজি বাজার, মুদির দোকান ও মাছবাজার খোলা রাখার জোর দাবি জানান নেতৃবৃন্দ।