1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর।

সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল এডভোকেট, সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, হাছনু চৌধুরী, এডভোকেট সমর বিজয় সী শেখর, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, স্বপন কুমার চৌধুরী এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, সুব্রত কুমার রায় এডভোকেট, আ স ম মুবিনুল হক শাহিন এডভোকেট মো. মাজহারুল হক, আয়কর আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব, আয়কর আইনজীবী দেবর্ষী চৌধুরী দীপ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সৈয়দ আব্দুল হামিদ ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী কবিন্দ্র কুমার দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় চেতনাকে ধারণ করার অনন্য অনুপ্রেরণা।

বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আইন পেশায় সততা, ন্যায়বিচার ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বক্তারা স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট