1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

মহান বিজয় দিবসে জাগপা সিলেট মহানগরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে জাগপা সিলেট মহানগরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাগপার সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি শাহজাহান আহমদ লিটন, জাগপা কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ঈমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, সহ সধারণ সম্পাদক কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, প্রচার সম্পাদক নূর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, সহ কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, দৈনিক টাইম অফ বাংলাদেশের জেলা প্রতিনিধি ও জাগপা সিলেট মহানগরের সদস্য রাসেল আহমদ, সদস্য কামরুল হাসান, মাহিন আহমদ প্রমুখ।

শ্রদ্ধা নিবদেনকালে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও বিজয় আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনোভাবেই যেন ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

নেতৃবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। আজও সেই চেতনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। তাই একটি সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় আপসহীন অবস্থান নিয়ে জাগপা অতীতেও ভূমিকা রেখেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট