
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা এবং হাসপাতাল মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মৃদুল গুপ্ত এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. রুবিনা সুলতানা, ডা. মোরশিদা আফরোজ লুবনা, ডা. সোমা বেগম, ডা. জিয়া উদ্দিন আব্বাসী, ডা. মো. ইশফাক জামান সজীব, সিলেট উইমেন্স নার্সিং কলেজের প্রিন্সিপাল ড. মোঃ সুনুজ উল্লাহ সুমন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীবৃন্দ ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সবচেয়ে গৌরবময় অর্জন। লাখো শহীদের রক্ত ও অগণিত মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় শুধু একটি দিনের আনন্দ নয়, বরং এটি আমাদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং বিজয় দিবসের চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে চিকিৎসা ও সেবামূলক পেশায় নিয়োজিতদের মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বেশি। মানবতার সেবার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব।