
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দ এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শ্রহীদদের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক দীপক কুমার দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মৃত্যুঞ্জয়দার ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, কৃপেস পাল, প্রদীপ কুমার দেব, চন্দন দাশ, উপাধ্যক্ষ (অব:) কৃষ্ণপদ সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, নির্মল কুমার সিনহা, জ্যোতি মোহন বিশ্বাস, অসিত সূত্রধর, হারাধন দেব প্রবাস, অরুণ বিশ্বাস, বিশ্বজিৎ গুণ, এডভোকেট অরবিন্দু দাস বিভু, মৃনাল কান্তি চৌধুরী মঞ্জু, চন্দ্রশেখর দে চপল, ভানু লাল দাস, ইঞ্জিনিয়ার নিতাই চন্দ্র পাল, বিজয় কুমার ধর, অমিত ত্রিবেদী, সুবিনয় আচার্য প্রমুখ।
শ্রদ্ধা নিবদেনকালে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও বিজয় আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনোভাবেই যেন ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।