
মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে জালালাবাদ গ্যাস অফিস। কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জালালাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জালালাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপনা পরিচালক, মহা মহাব্যবস্তাপক, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, জালালাবাদ গ্যাস সিবিএ (রেজি নং- ০৭৭) এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।