1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, স্কলার্সহোম কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। এসময় তিনি ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক কালপ্রবাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতা, জানা-অজানা নানা ঘটনা ও প্রকৃত ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজ শাখার অধ্যক্ষ মোঃ ফয়জুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এখনো ন্যায়, ইনসাফ ও আইনের শাসন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। তোমাতের মতো তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে একটি স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সংগীতের সম্মিলিত পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও সভাপতিকে বরণ করে নিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন, প্রভাষক নিজাম উদ্দিন, প্রভাষক নূর মুহাম্মদ আব্দুর রব, সহকারী শিক্ষক তমালিকা তালুকদার এবং প্রাইমারি শাখার উপাধ্যক্ষ জনাব নাহিদা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংল প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক প্রিয়াব্রত কৈরী। সার্বিক পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মীর হোসাইন সরকার।

বক্তারা বিজয় দিবসের ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে গুরুত্বসহকারে তুলে ধরেন। তাঁরা মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্কলার্সহোম মেজরটিলা শাখার সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট