মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে সিসিকের ২৭টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ খান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জমির আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হীরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্রী মৃনাল কান্তি, বীর মুক্তিযোদ্ধা আলী নূর, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা বিজয় প্রসাদ ঘোষ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বাদ যোহর মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।