1. live@shikhabd.info : শিখাবিডি : শিখাবিডি
  2. info@www.shikhabd.info : শিখাবিডি :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর শারদা হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার আহবায়ক মো. সাজিদুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মুহিব উল্লাহ ও পংকজ কুমার দাশ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এইচ এম আছাদুজ্জামান রিপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো. জাফর আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোশারেফ হোসেন, এমএসথ্রি টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ও কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো. ইয়াহহিয়া, দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সাবেক সভাপতি মো. বদরুল আলম, মো. হামিদুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. কমল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মো: ইস্রাফিল, সদস্য মোঃ কপিল উদ্দিন, মোখলেছুর রহমান, শাহ্ মোঃ শামছুল ইসলাম, মোঃ দুদু মিয়া, মোঃ মিফতাহুল আলম, কমলেন্দু কুমার দাশ, মাওলানা মাহমুদুল হাসান, ক্ষিতিশ তালুকদার, সজল কান্তি দেবনাথ, মো: আব্দুল্লাহ রায়হান, মো: কামরুল হাসান, মো: মোজাক্কির আহমদ ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যা তাদের একাডেমিক পারদর্শিতা ও স্মৃতিশক্তি কমিয়ে দিচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া এবং গেমিং অ্যাপের অতিরিক্ত ব্যবহার উদ্বেগ, বিষন্নতা এবং ঘুমের ব্যাঘাতের মতো মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবকদের আরো বেশি কওে সচেতন হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট