স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সফল হওয়ার জন্য সততা, নৈতিকতা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কেবল ভালো ফল করার মধ্যেই সাফল্যের সীমা নেই; বরং তোমাদের মানবিক গুণাবলি, চারিত্রিক দৃঢ়তা ও দায়িত্বশীলতা হতে হবে জীবনের মূল চালিকা শক্তি। আজকের এই ক্ষুদ্র শুরু থেকেই তোমরা আগামী দিনের নেতা, শিক্ষক, বিজ্ঞানী, ডাক্তার কিংবা সৎ নাগরিক হয়ে উঠবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি আত্মশুদ্ধি, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা তোমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন হবে। মনে রেখো, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠা মানুষই সমাজ ও জাতির জন্য আসল সম্পদ।”
স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের প্রধান প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ার বেগম ও জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাফি এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী অহনা। এরপর কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাষকবৃন্দ ও অভিভাবকমন্ডলী।
অনুষ্ঠান শেষে শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে নিয়ে যান এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করেন। সমগ্র অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নবীন শিক্ষার্থীদের কলেজের প্রথম দিনটি স্মরণীয় হবে বলে আশা করেন।