বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম বলেছেন, বাংলাদেশ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত আবাসভূমি। এই দেশে সব ধর্মের মানুষ পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ধর্মীয় উৎসবগুলো কেবল একটি বিশেষ সম্প্রদায়ের আনন্দ নয়, বরং সমগ্র সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার অন্যতম অনুষঙ্গ। পূজা উৎসব মানুষে মানুষে সৌহার্দ্য, ভালোবাসা ও ঐক্যের বার্তা বহন করে।
তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, একে অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সম্মান প্রদর্শন করলে সমাজ হবে কল্যাণমুখী।
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। এ দল সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছে এবং থাকবে। ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদযাপনে বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। তাই পূজা হোক বা অন্য ধর্মীয় অনুষ্ঠান, সবখানেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলার পল্লীশাসন (মোহনপুর) পূজা মন্ডব ও শ্রী শ্রী গৌড়াঙ্গ মহাপ্রভুর আখড়া পূজা মন্ডবসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, পূজা মন্ডবে দ্বায়িতে থাক আনন্দ দাস, সিপু দাস, ময়না দাস, চারখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাবর আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, উপজেলা বিএনপির সহ সভাপতি জামিল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা তরুণদলের আহবায়ক জিবান আহমদ, চারখাই ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, মুন্না আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হারুনুন রশিদ, দুবার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুরুন কিবরিয়া, বিএনপির নেতা দারুণ ইসলাম দ্বারা, বিএমপি নেতা নুরুল ইসলাম বাবুল, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদওয়ান, ৩নং দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শিব্বির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সিনিয়র সদস্য তারেক আহমেদ প্রমুখ।