সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাস ভবনে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ।
সমিতির সাধারণ সম্পাদক মামুন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ শাহ ইমরানা আক্তার, নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, যারা নিৎস্বার্থে মানুষের কাল্যাণে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। মানবসেবা ও মানুষের কল্যানে কাজ করা পৃথিবীর সবচেয়ে উত্তাম কাজ।
তিনি বলেন, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঞ্চিত মানুষকে কর্মক্ষেত্রে স্বাবলম্বী করতে সমিতির উদ্যোগ অত্যন্ত মহতী ও প্রসংশনীয়। তিনি এই সমিতির মতো অন্যান্য সামাজিক সংগঠনকে ও সমাজের বিত্তবানদের দেশ, জাতি ও মানুষে কল্যাণে কাজ করার আহবান জানান।