ঐতিহ্যবাহী ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন-এর ২০২৬-২৭ ক্রীড়া মৌসুমের পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
গতকাল (৯ নভেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন এর স্থানীয় পনাউল্লাহ বাজারে এক আলোচনার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যবৃন্দরা হলেন- সভাপতি জুয়েল আহমদ, সহ- সভাপতি শাহিন মিয়া, সহ- সভাপতি বুরহান উদ্দিন, হাসান খাঁন রিপন, সাধারন সম্পাদক তামিম সুমন, সহ- সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, ইব্রাহিম, শাহীন আহমেদ শাহান, আশরাফ খাঁন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ- সাংগঠনিক সম্পাদক শরিফ মিয়া, সাইদুল ইসলাম, আল আমিন, ইসলাম উদ্দিন, অর্থ সম্পাদক জাহেদ আহমেদ, সহ-অর্থ সম্পাদক মাছুম আহমেদ, সাকিব আলী, জাহাঙ্গীর আলম, লায়েক, ইসলাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক আহমদ আলী, সহ-ক্রীড়া সম্পাদক লিমন আহমদ, নাজিম উদ্দিন, মুহিবুর রহমান, মাহদি উজ্জল, জুনেদ আহমদ, বদরুল আহমদ, প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-প্রচার সম্পাদক মোস্তাফা মাসুদ, খাইরুল ইসলাম, বদরুল ইসলাম, আবু সাইদ, দপ্তর সম্পাদক শুভ আহমদ, সহ-দপ্তর সম্পাদক লিমন মিয়া, মাহবুব আলম, আবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মিজান আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক তারেক আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক লিমন আহমদ, ফয়ছল আহমদ, আজিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত আলী রাফি, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাফি আহমদ, সজীব আহমদ, ডিজিটাল মিডিয়া সম্পাদক সাহেদ আহমদ, সহ-ডিজিটাল মিডিয়া সম্পাদক মাহিম আহমদ, সদস্য জসীম উদ্দিন, খাইরুল ইসলাস, সালেহ আহমদ, খাইরুল ইসলাস রাহি, তানভীর আহমদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সংগঠনের পরিশ্রমী, ত্যাগী, যোগ্য ও নিষ্ঠাবান সদস্যদের যথাযথ মূল্যায়ন করতে। কারণ, একটি সংগঠনের সফলতা নির্ভর করে সেইসব সদস্যদের উপর, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমষ্টিগত স্বার্থে কাজ করেন। তারা আরো বলেন, নতুন কমিটির মাধ্যমে ফেডারেশনের কার্যক্রম হবে আরও গতিশীল, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা সবার। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মতো কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে যাবে।